ভিড় নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৩ জুলাই ২০১৫
ফাইল ফটো

আর মাত্র চার-পাঁচ দিন পরেই পবিত্র ঈদ। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে ভিড় দেখা গেলেও  দেশের অন্যতম নৌবন্দর সদরঘাটে যাত্রীদের স্বাভাবিক ভিড় দেখা গেছে। সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অগ্রিম টিকিট বুকিং দিতে আসা যাত্রীরাই ভিড় করছেন টিকেট কাউন্টারে। আর যারা ঘাটে অপেক্ষা করছেন, লঞ্চ ছাড়ার নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছেছেন তারা।

দুপুর দেড়টায় ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি ময়ূর- ৭ এর যাত্রী সংখ্যা স্বাভাবিকই দেখা গেছে।

যাত্রী সংখ্যা স্বাভাবিক কিনা তা জানতে চাইলে ওই লঞ্চের ১ম শ্রেণির একজন মাস্টার জানান, এখনো মানুষ ঈদের জন্য যাওয়া শুরু করেনি । দুদিন পরে আসেন দেখবেন আপনাকেই মানুষ ঠেলে লঞ্চে উঠতে হবে ।
 
লঞ্চের যাত্রী সংখ্যার বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তর দায়িত্বে থাকা যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, লোকজনের অফিস এখনো বন্ধ হয়নি । সাধারণত এই টার্মিনালে ২৭ খেকে ২৮ রমজানের দিকে যাত্রীদের ভীড় হবে।

এসএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।