বিগত বছরের তুলনায় অপরাধ কমেছে : ডিএমপি কমিশনার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৩ জুলাই ২০১৫

রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই রাজধানীতে অপরাধের প্রবণতা বাড়ে। তবে এবারের ঈদে অপরাধ অনেকাংশে কমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার হাইকোর্ট মাজার এলাকায় দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ঈদ ও রমজানকে কেন্দ্র করে কিছু অপরাধ সংঘঠিত হলেও সেগুলো শনাক্ত করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। নগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশ নিরালসভাবে পরিশ্রম করছে।

ঈদকে সামনে রেখে পুলিশি কর্মকাণ্ড বেড়েছে উল্লেখ করে কমিশনার বলেন, রাজধানীর ১৩টি বহির্গমন পথে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত এক মাসে অজ্ঞান ও মলম পার্টি, ডাকাত, ভুয়া ডিবি, র‌্যাব, ছিনতাইকারী, চাঁদাবাজসহ প্রায় সহস্রাধিক অপরাধীকেও গ্রেফতার করেছে পুলিশ।

এআর/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।