সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে : গোলাম মোস্তফা ভুইয়া


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৩ জুলাই ২০১৫

আওয়ামী লীগ সরকার গায়ের জোরে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে বলে অভিমত প্রকাশ করে ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশে এখন জনগণের নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার নেই। বর্তমান সরকার জোর করে একদলীয় নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। দেশে এখন একদলীয় সরকারের শাসন চলছে।

সোমবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) যৌথ সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন তিনি। গোলাম মোস্তফা বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। জীবনের নিরাপত্তা নেই। দেশ আজ এক মহাসংকটে। এই সংকট গণতন্ত্রের। সরকার পুরো দেশে এই সংকট তৈরি করে জনগণকে অনিশ্চিয়তার পথে ঠেলে দিচ্ছে।

তিনি আরো বলেন, এক সাগরের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, মানবতা, মানবাধিকার আজ পদদলীত। তিনি বলেছেন, দেশের মানুষ অতীতে কখনও একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

সভায় নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারী সরকারের আমলে একজন মুক্তিযোদ্ধার আত্মহত্যার মাধ্যমে প্রমাণিত হয় এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়। মুক্তিযোদ্ধা আইয়ুবের আত্মহত্যা জাতি হিসেবে আমাদের লজ্জিত ও অপমানিত করেছে।  

সভায় বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু, সদস্য সচিব সোলায়মান সোহেল, বাংলাদেশ যুব ন্যাপ যুগ্ম আহ্বায়ক মো. শামিম ভুইয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ন্যাপ যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, বিপ্লবী শ্রমিক ফেডারেশন সদস্য আবদুল্লাহ কাউছার, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের শামিম হোসাইন প্রমুখ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।