মাগুরায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৩ জুলাই ২০১৫

মাগুরায় ঈদ-উল-ফিতর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

এতে আসন্ন ঈদ উপলক্ষে সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা, নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া জাল নোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিমূলক প্রচারের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ মূল বক্তব্য উপস্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনসার-ভিডিপির জেলা কমান্ডেন্ট আব্দুল মজিদ, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়া জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

মো. আরাফাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।