গোপীবাগের ছয় খুন : চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে


প্রকাশিত: ০১:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

গোপীবাগের ছয় খুনের নয় মাস পর রমনা থানার তিনটি মামলার চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। চার আসামিরা হলেন- জিয়াউল ইসলাম, আলামিন, আজমির ও গোলাম সরোয়ার।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর জানান, এ চার আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত চার দিন করে মঞ্জুর করেন।

আদালত পুলিশের উপ পরিদর্শক রাকিব উদ্দিন জানান, এই চারজন রমনা থানার তিনটি মামলার আসামি। এর মধ্যে একটি সন্ত্রাসবিরোধী আইনের, একটি অবৈধ অস্ত্র ও একটি বিস্ফোরক  আইনের মামলা।

আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, আটজন খুনি ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত আছে নিষিদ্ধ ঘোষিত জেএমবি।

গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় একই দিন রাতে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন লুৎফরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।