জেলা রেজিস্ট্রার হলেন ৭ জন, বদলি ১৪ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭

নিবন্ধন পরিদফতরের ১৪ জন জেলা রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সাতজন সাব-রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। বদলি ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মো. হেলাল উদ্দীনকে ঝালকাঠি, ইলিয়াস হোসেনকে হবিগঞ্জ, তাপস কুমার রায়কে লালমনিরহাট, গাজী আবু হানিফকে গোপালগঞ্জ, আবু বকর মো. আব্দুল মুজিবকে বরগুনা, মিজানুর রহমান তালুকদারকে নড়াইল এবং আবুল বাশার হাওলাদারকে মাগুরায় জেলা রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে জেলা রেজিস্ট্রারের জিয়াউল হককে গাজীপুর থেকে কিশোরগঞ্জ, গোলাম ফারুককে বরগুনা থেকে নাটোর, আনন্দ বর্মনকে নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদারীপুর, মুন্সী মোখলেছুর রহমানকে ঝালকাঠি থেকে গাজীপুর, সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জ থেকে চাঁদপুর, মোস্তাক আহমেদকে চাঁদপুর থেকে মানিকগঞ্জ, সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাট থেকে ময়মনসিংহ, মো. মকবুল হোসেনকে রংপুর থেকে বগুড়া, আব্দুস সালাম প্রামানিককে নীলফামারী থেকে রংপুর, মো. আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জ থেকে যশোর, শেখ মো. হাবীবুল্লাহকে নড়াইল থেকে বরিশাল, মোহসীন মিয়াকে মাগুরা থেকে দিনাজপুর এবং মো. লুৎফর রহমানকে দিনাজপুর থেকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

আরএমএম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।