অনশনরত ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল
৫৬ দিন ধরে অনশনরত খাদের আদনান নামে এক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। শনিবার রাতে ইসরাইলের একটি কারাগার থেকে মুক্তি দেয়া হয় আলোচিত এই ফিলিস্তিনি বন্দীকে। গত ৬ এপ্রিল থেকে অনশন শুরু করেছিলেন আদনান।
পরে অবস্থার অবনতি হলে এ মাসের প্রথম দিকে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও তাকে কোনো রকম পরীক্ষা এবং ওষুধ সেবনে রাজি করাতে পারেনি ইসরাইল। দীর্ঘ দিন না খেয়ে থাকার কারণে ঝুঁকির মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত আদনানকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় ইসরাইল।
রোববার আদনানের আইনজীবী জাওয়াদ বুলোস জানিয়েছেন, ইসরাইল তাকে মুক্তি দিয়েছে এবং তাকে আর আটক করা হবে না বলেও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে পশ্চিম তীরের আরেবেহ এলাকায় নিজ বাড়ি থেকে আদনানকে গ্রেফতার করে ইসরাইলি সেনারা। এরপর থেকে এক বছর ধরে বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছিল। প্রতিবাদে গত দুই মাসেরও বেশি সময় ধরে অনশন চালিয়ে যান আদনান।
এবার নিয়ে ইসরাইলের হাতে ১০ বার আটক হন ৩৭ বছরের আদনান। ছয় সন্তানের এই জনককে সব মিলিয়ে ছয় বছরই কাটাতে হয়েছে ইসরাইলি কারাগারে।
বিএ/পিআর