বাংলাদেশ বিশ্ব সন্ত্রাস মোকাবিলা করবে : নৌমন্ত্রী


প্রকাশিত: ১০:২২ এএম, ১২ জুলাই ২০১৫

বাংলাদেশ এখন বিশ্বে সন্ত্রাস দমনে রোল মডেল। শুধু খালেদা জিয়া, জামায়াত শিবিরের সন্ত্রাসকেই মোকাবেলা নয় আগামীতে বাংলাদেশ বিশ্ব সন্ত্রাসও মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রোববার দুপুরে মাদারীপুরের কাওড়কান্দি ঘাটে ‘ঘাট ব্যবস্থাপনা’ কমিটির এক সভায় বক্তব্য প্রদানকালে নৌমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, এবারের ঈদে লঞ্চে অতিরিক্তি যাত্রী বহনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে যাতায়াতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি প্রত্যেকটি নৌরুটে নৌপুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রোববার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে ঈদে যাত্রীসেবা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ হলে ফেরিতে নির্বিঘ্নে তাদের পারাপার করা হবে। এছাড়াও দক্ষিণাঞ্চলের যাত্রীদের উন্নত সেবা দিতে ঢাকা-বরিশাল নৌরুটে ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমভি মধুমতি নামের স্টিমার উদ্বোধন করবেন। এসময় মন্ত্রী বাংলাদেশে সন্ত্রাস দমনের জন্য বিশ্বে রোলমডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এসময় বলেন, আমেরিকাতে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলার জন্য যে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তারা চিন্তা করছেন বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে। সন্ত্রাস দমনে আমাদের অভিজ্ঞতা তারা কাজে লাগাবে। তাহলে বুঝতে হবে, সন্ত্রাস দমনে আমরা ইতোমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা নিয়েই আমরা বিশ্ব সন্ত্রাসকে মোকাবেলা করবো।

নৌমন্ত্রী আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, খালেদা জিয়া বা জামায়াতের সন্ত্রাস নয় সারা বিশ্ব সন্ত্রাসকে মোকাবেলা করার মানসিকতা আমাদের তৈরি হয়েছে। জাতিসংঘেও মাননীয় প্রধানমন্ত্রী সেই মানসিকতা প্রকাশ করেছেন।

এসময় মন্ত্রী ঈদে ঘরমুখো মানুষদের যাতায়াতের জন্য নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি চলতি সপ্তাহেই ঢাকা থেকে বরিশাল নৌরুটে এমভি মধুমতি নামের একটি আধুনিক লঞ্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান।

শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ঘাট ব্যবস্থাপনা সভায় আরো বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।