এবার মহাসড়কে দুর্ভোগ হবে না : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১২ জুলাই ২০১৫

গত কয়েক বছরের তুলনায় এবার মহাসড়কের অবস্থা ভালো হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের কোনো দুর্ভোগ হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে সাভারের বিরুলিয়া সেতু পরিদর্শনে গিয়ে এই দাবি করেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, ঈদে মহাসড়কের কারণে কোনো দুর্ভোগ পোহাতে হবে না যাত্রীদের। তবে অন্য কোনো কারণে যানজট সৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে যেসব স্থানে এখনো খানাখন্দ রয়েছে তা আজকের মধ্যে মেরামত শেষ হবে বলেও জানান তিনি।  

বিরুলিয়া সেতু পরিদর্শন শেষে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন বলে জানান তিনি।
   
আল-মামুন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।