২৫ লাখ টাকার ভুয়া স্ট্যাম্পসহ আটক ২


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১২ জুলাই ২০১৫

রাজধানীর পল্টন ও আশুলিয়া এলাকা থেকে ২৫ লাখ টাকা মূল্যের ভুয়া রেভিনিউ স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন তোফায়েল আহমেদ ও নাসিরউদ্দিন দুলাল।

শনিবার রাতে পল্টনের বায়তুল মোকাররম এলাকা কাজী তোফায়েলকে এবং তার দেয়া তথ্য মতে আশুলিয়া থেকে নাসিরউদ্দিন দুলালকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতি মাসে কয়েক লাখ টাকার জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন। তারা চার বছর ধরে জাল স্ট্যাম্প তৈরির কাজ করছে বলে জানান।

মনিরুল ইসলাম বলেন, চক্রটি জাল স্ট্যাম্প তৈরি করে বৈধ স্ট্যাম্প বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। রাজধানীর বাইরেও তাদের ক্রেতা রয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি বলেন, আরো কয়েকটি চক্র সক্রিয় আছে বলে তারা জানিয়েছে। অনেক ক্রেতারও নাম পেয়েছি।

তবে কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান পুলিশের এই মুখপাত্র।

এআর/বিএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।