ঢাকায় আবারো এয়ার এশিয়ার ফ্লাইট শুরু
এশিয়ার সর্ববৃহৎ বাজেট এয়ারলাইনস এয়ার এশিয়া আবারো ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করেছে। শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে ১৩৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে এয়ারলাইনসটির প্রথম ফ্লাইট একে-৭০ কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এয়ার এশিয়ার ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিন্তি ওথমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও সিভিল এভিয়েশন অথরিটির সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর এম মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস-এর চেয়ারম্যান মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মামুন, ব্যবস্থাপনা পরিচালক সাদি আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
এসকেডি/পিআর