জনপ্রশাসনে নথি নিষ্পত্তি হবে ই-ফাইলিং পদ্ধতিতে


প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১১ জুলাই ২০১৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চালু হচ্ছে ই-ফাইলিং। এর ফলে প্রথাগত নথির পরিবর্তে নথি নিষ্পত্তির কার্যক্রম হবে ইলেকট্রনিক পদ্ধতিতে।

রোববার সকাল ১১টায়  সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক।

এ পদ্ধতিতে ডাক গ্রহণ ও প্রেরণ এবং নথিতে সিদ্ধান্ত গ্রহণ ইলেকট্রনিক পদ্ধতিতে খুব সহজে ও দ্রুততম সময়ে করা সম্ভব হবে বল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ফাইলিং পদ্ধতিতে ‘নথিতে উত্থাপিত নোট, গৃহীত সিদ্ধান্ত, পত্রজারি, নথির অবস্থান, তারিখ ও সময়সহ সব তথ্য সফটওয়্যারে লিপিবদ্ধ থাকবে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করাও সম্ভব হবে। এর ফলে নথি কার্য্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এই প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কর্মকর্তারা যেকোনো স্থান থেকে, এমনকি দেশের বাইরে অবস্থানকালেও দাপ্তরিক কাজ করতে পারবেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।