১১ জুলাই : এক নজরে সারাদিনের খবর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১১ জুলাই ২০১৫

আমজাদ খান চৌধুরীর মরদেহ আসছে মঙ্গলবার

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মরদেহ মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হবে এবং বুধবার বনানীর সামরিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে চ্যানেল আইয়ের শোক

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) মৃত্যুতে শোক জানিয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

মন্ত্রিপরিষদে কোনো শুদ্ধি অভিযান চলছে না

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, মন্ত্রিপরিষদে কোনো শুদ্ধি অভিযান চলছে না।

ময়মনসিংহের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা : কামাল

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের নিহতের ঘটনায় কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার।

লাভের জন্য রাজনীতি করি না : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, লাভের জন্য আমি রাজনীতি করি না।

মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে লাঞ্ছনাকারী সচিবের শাস্তি দাবি

মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে লাঞ্ছনার ঘটনায় দায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিশিখা নামে একটা বেসরকারি সংগঠন।

অতিরিক্ত হজযাত্রী নিতে সৌদির সম্মতি

আসন্ন হজ মৌসুমে কোটার বাইরে অতিরিক্ত হজযাত্রী নিতে সম্মতি জানিয়েছেন সৌদি আরব। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।

ঘটা করে জাকাত দিতে পুলিশের অনুমতি লাগবে

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশের যে কোথাও হোক না কেন, ঘটা করে জাকাত দিতে গেলে পুলিশের অনুমতি লাগবে।

ঈদের পর খালেদার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হবে : ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঈদের পরই ট্রাইবুন্যাল গঠন করা হচ্ছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানে না ওঠার আহ্বান নৌমন্ত্রীর

ঈদে নৌ-দুর্ঘটনা থেকে রক্ষার জন্য যাত্রীদের নৌযানের ছাদে না ওঠার জন্য পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।

তিন বছরে ১৫ লাখ নারী শ্রমিক নিবে মালয়েশিয়া

বাংলাদেশি নারী শ্রমিকদের জন্য আরো একটি দেশে দ্বার খুলছে। সে দেশটি হল মালয়েশিয়ায়।

রোববার ওমরা করতে যাচ্ছেন খালেদা জিয়া

পবিত্র ওমরাহ পালন করতে ১২ জুলাই রোববার সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসনের রওনা হওয়ার কথা রয়েছে।

কলেজে ভর্তিতে ৩য় দফা ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এবার নতুন করে আরো ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হতে দেয়া যাবে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের কোন অবস্থাতেই দুর্ভোগ হতে দেয়া যাবে না। এ পণ নিয়েই আমরা রাস্তায় নেমেছি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন : ফরম বিতরণ শুরু রোববার

বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনের পদ প্রত্যাশীদের জন্যে মনোনয়ন ফরম বিতরণ রোববার থেকে শুরু হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

একাদশে ভর্তির সুযোগ পায়নি লক্ষাধিক শিক্ষার্থী

দ্বিতীয় দফা ফলাফল ঘোষণার পরও লক্ষাধিক শিক্ষার্থী এখনো দেশের কোনো কলেজেই ভর্তির সুযোগ পায়নি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।