মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে লাঞ্ছনাকারী সচিবের শাস্তি দাবি


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১১ জুলাই ২০১৫

মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে লাঞ্ছনার ঘটনায় দায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিশিখা নামে একটা বেসরকারি সংগঠন। শনিবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা অভিযুক্ত সচিব এম এ হান্নানের যথাযথ বিচার দাবি করেন। মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে প্ররোচনাকারী বলে আখ্যা দেন বক্তারা। ঘণ্টাব্যাপি মানববন্ধনের সমাপনী বক্তব্যে মুক্তিশিখার আহ্বায়ক সঞ্জীবন সুদীপ সরকারের দায়িত্বশীল মহলের প্রতি সুনির্দিষ্ট দাবিনামা তুলে ধরেন।

তিনি বলেন, তদন্তে স্বচ্ছতার স্বার্থে অবিলম্বে এম এ হান্নানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং যত দ্রুত সম্ভব তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে স্বাধীন বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে অপমানিত হতে না হয়। মানববন্ধনে মুক্তিশিখার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা যোগ দেন।

এমএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।