মেক্সিকোয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১১ জুলাই ২০১৫

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে শুক্রবার রাতে চার কিলোমিটার (২.৫ মাইল) উঁচু ছাইভষ্ম নির্গত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ পাশের ছোট একটি গ্রাম থেকে ১৯ জনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

ফেডারেল কর্তৃপক্ষ জানায়, জালিস্কোর কাছের কোমিলা রাজ্যের আগ্নেয়গিরিটি বৃহস্পতিবার থেকেই সক্রিয় ছিল। কিন্তু শুক্রবার তা থেকে ব্যাপক হারে উদ্গিরণ শুরু হয়। ছাইভষ্ম উঁচুতে উঠে চারপাশে ছড়িয়ে নিচে অন্তত সাতটি বসতির ওপর পড়ে। খবর এএফপি’র।

জাতীয় বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ইয়ারবাবুয়েনা ক্ষুদে পল্লি থেকে ১৯ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হবে। তাদেরকে একই মিউনিসিপলিটির কোমালায় সরানো হবে।

অন্যান্য বসতি থেকে অজ্ঞাত সংখ্যক মানুষ ইতোমধ্যেই ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। সরকার আগ্নেয়গিরির জ্বালামুখের পাঁচ কিলোমিটারের মধ্যে কাউকে না থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।