খুলনায় কান্ট্রি লাউঞ্জ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
খুলনার অভিজাত রেস্টুরেন্ট কান্ট্রি লাউঞ্জকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরো তিনটি ছোট বড় হোটেল ও বেকারিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর সাতরাস্তার মোড এলাকায় পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) সৈয়দ রবিউল আলমের নেতৃত্বে সিপিসি স্পেশাল র্যাব-৬ এর প্রত্যক্ষ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় সৈয়দ রবিউল আলম বলেন, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় ও সবোর্চ্চ খুচরা মূল্য না লেখায় এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে এক লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কান্ট্রি লাউঞ্জকে এক লাখ টাকা, উই হাংগ্রিকে ১০ হাজার টাকা, শামীম হোটেলকে ৮ হাজার টাকা, আল মদীনা বেকারিকে ৫ হাজার টাকা। এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
অভিযানে র্যাব-৬, মহানগর পুলিশ, অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও শিকদার শাহীনুর আলম, পরিবেশ অধিদফতরের শেখ মো. মোস্তফা, ক্যাবের প্রতিনিধি মনোজ দাস উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এআরএ/আরআইপি