ঘটা করে জাকাত দিতে পুলিশের অনুমতি লাগবে


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১১ জুলাই ২০১৫

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশের যে কোথাও হোক না কেন, ঘটা করে জাকাত দিতে গেলে পুলিশের অনুমতি লাগবে। পুলিশের অনুমোদন ব্যতীত এ ধরণের আয়োজন করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিছেন তিনি।
 
শনিবার দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত গরীব-দুস্থদের নতুন কাপড় বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, কেউ পুলিশের অনুমতি ছাড়া এখন ঘটা করে জাকাত প্রদান অনুষ্ঠান করলেই ব্যবস্থা নেয়া হবে। এ ধরণের আয়োজনে প্রাণহানির আশঙ্কা থাকে বলে উল্লেখ করেন তিনি।
 
ময়মনসিংহ ট্রাজেডির বিষয় উল্লেখ করে কমিশনার বলেন, পুলিশের সহযোগিতা ছাড়াই এ ধরণের আয়োজন করায় প্রাণহানি ঘটেছে। ঢাকায় প্রাণনাশের আশঙ্কা ঠেকাতে যেকোনো বড় ধরণের জাকাত প্রদান অনুষ্ঠানে পুলিশের অনুমোদন লাগবে উল্লেখ করে কমিশনার বলেন, পুলিশের অনুমোদন ব্যতীত আয়োজন করে জাকাত দিতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন বলেন, অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধে কাজ চলছে। ঢাকা শহরে বাড়ি বা মার্কেট তৈরির ক্ষেত্রে বেজমেন্টে তৈরির প্লান ও পর্যাপ্ত পার্কিং প্লেস রেখেই যেন ভবন নির্মাণ করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে।
 
ডিএমপি কমিশনার বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ঈদের আগে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদের পর বৃহৎ আকারে হকার উচ্ছেদ অভিযান চালানো হবে।
 
এর আগে ডিএমপি কমিশনার পল্টন ও মতিঝিল এলাকার সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের ঈদের নতুন কাপড় বিতরণ করেন।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।