জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা সারাদেশের ১৪৬টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা থেকে পরীক্ষা এ শুরু হয়।
পরীক্ষার প্রথম দিনে ২৮টি অনার্স বিষয়ে সকল নিয়মিত শিক্ষার্থী `স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস` বিষয়ে ২৪১টি কলেজের এক লাখ ১৫ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্যের অতিরিক্ত দায়িত্বে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই