ঈদ উপলক্ষে নীলফামারীতে ভিজিএফ চাল বিতরণ শুরু


প্রকাশিত: ১০:০৬ এএম, ১১ জুলাই ২০১৫

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারী জেলায় অতিদরিদ্রদের মাঝে ৩ হাজার ৮৯৪ মেট্রিকটন চাল বিতরণ শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে জেলার ৬০টি ইউনিয়ন এবং চারটি পৌরসভা এলাকার ৩ লাখ ৭৬ হাজার ৯৩৪ জনের মাঝে ১০ কেজি করে বর্তমান সরকারের বরাদ্দকৃত এ চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এজন্য ওই সব অতিদরিদ্রদের নামে ভিজিএফ কার্ড প্রদান করা হয়।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বরাদ্দকৃত চালের মধ্যে ডিমলা উপজেলায় ৬৪,৬২৪ জনের বিপরীতে ৬৪৬ দশমিক ২৪০ মেট্রিকটন, ডোমার উপজেলায় ৫১,৬৫২ জনের বিপরীতে ৫১৬ দশমিক ৫২০ মেট্রিকটন, জলঢাকা উপজেলায় ৭৫০২৩ জনের বিপরীতে ৭৫০ দশমিক ২৩০ মেট্রিকটন, কিশোরগঞ্জ উপজেলায় ৫৪৩৮৯ জনের বিপরীতে ৫৪৩ দশমিক ৮৯০ মেট্রিকটন, নীলফামারী সদর উপজেলায় ৮৭ হাজার ২২৯ জনের বিপরীতে ৮৭২ দশমিক ২৯০ মেট্রিক টন ও সৈয়দপুর উপজেলায় ৪২,৬৩৪ জনের বিপরীতে ৪২৬ দশমিক ৩৪০ মেট্রিকটন চাল। এছাড়া নীলফামারী পৌরসভায় ৪৬২১ জনের বিপরীতে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, সৈয়দপুর পৌরসভায় ৪৬২১ জনের বিপরীতে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, জলঢাকা পৌরসভায় ৩০৮১ জনের বিপরীতে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন ও ডোমার পৌরসভায় ১৫৪০জনের বিপরীতে ১৩৮ দশমিক ৬৩০ মেট্রিকটন চাল।

জাহেদুল ইসলাম/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।