রাস্তায় গাড়ি পার্কিংয়ে ডিএমপির অনুমতি
নগরবাসীর গাড়ি পার্কিংয়ের সুবিধার্থে অস্থায়ীভাবে অনস্ট্রিট গাড়ি পার্কিং সার্ভিস চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার থেকে চালু হয়েছে সার্ভিসটি। এ সার্ভিসের আওতায় নগরবাসী নির্দিষ্ট কয়েকটি সড়কে নির্দিষ্ট সংখ্যক গাড়ি পার্কিং করতে পারবেন।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জাগো নিউজকে অনস্ট্রিট পার্কিং চালুর বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, সবগুলো এলাকা মিলে একই সময়ে রাখা যাবে দুই হাজার গাড়ি।
অনস্ট্রিট পার্কিং তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে। পরিচালনার জন্য এসব জায়গা ব্যক্তি মালিকানায় ইজারা দিচ্ছে সিটি কর্পোরেশন। চাহিদা বিবেচনায় ধীরে ধীরে পার্কিং এরিয়া বাড়ানো হবে বলে জানিয়েছে ডিএমপি।
যেসব স্থানে রাখা যাবে গাড়ি-
ট্রাফিক পূর্ব বিভাগ- দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) এক পাশে ১০০টি, মতিঝিলস্থ বিনিয়োগ বোর্ড হতে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত রাস্তার এক পাশে ১২০টি, বায়তুল মোকারমস্থ স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পাশে ৩০টি, মতিঝিলস্থ জনতা ব্যাংক প্রধান কার্যালয় হতে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০টি, মতিঝিলস্থ বাবে রহমত ক্রসিং হতে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পাশে ৬০টি, নয়া পল্টনস্থ পলওয়েল মার্কেটের এক পাশে ১৮টি, মতিঝিলস্থ কমিশনার গলি হতে মন্দির পর্যন্ত রাস্তার এক পাশে ২৫টি, মতিঝিলস্থ বন ও শিল্প ভবন হতে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলস্থ ২৪তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পাশে ৫০টি, কমলাপুর পীরজঙ্গি মাজার হতে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলস্থ আল-হেলাল পুলিশ বক্স হতে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশে ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক–দক্ষিণ বিভাগ- হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভি কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশে ৯০টি, বেইলি রোডের উত্তর পাশে ১০০টি, এলিফ্যান্ট রোডস্থ বাটা সিগন্যাল হতে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে ৭৫টি, পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ১১৭টি, নিউমার্কেট ১নং গেইট রাস্তার উভয়পাশে ২৫০টি, নিউমার্কেট ২নং গেট হতে ৪নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮নং রোড, মিরপুর রোডের সঙ্গে গ্রিন রোডের সংযোগকারী রাস্তার উভয় পাশে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে (জিগাতলা হতে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক–উত্তর বিভাগ- জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১নং সেক্টরের সার্ভিস লেনে হোটেল মেপললিপ হতে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২৫টি, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৩০টি, উত্তরাস্থ সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৫০টি, উত্তরাস্থ লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল হতে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১০টি, উত্তরাস্থ কুশল সেন্টার হতে বেলি কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, উত্তরাস্থ বেলি কমপ্লেক্স হতে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, উত্তরাস্থ লন্ডন প্লাজা হতে এসবি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, উত্তরাস্থ এসবি প্লাজা হতে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৩০টি, উত্তরাস্থ এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণির উত্তর পাশে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, বনানী ১৭নং রোডের হাউস নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, বনানী ১৭নং রোডের হাউস নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউস নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়াও বনানী রোড নং-১৯/এ এর হাউস নং-৬২ হতে শুরু করে হাউস নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউস নং-সিইএন (বি)-৫ হতে শুরু করে হাউস নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউস নং-সিইএন-৪ হতে হাউস নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৫০টি, মহাখালীস্থ স্কয়ার বিল্ডিং এর পশ্চিম পাশে স্কয়ার বিল্ডিং হতে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২৫টি, মহাখালীস্থ ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ হতে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার বিয়্যামগার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউস নং-৮২ হতে শুরু করে হাউস নং-৮২ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫টি, উত্তরা ১২নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পাশে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নিচ হতে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিএসটিআই এর পূর্ব-পশ্চিম পাশে ৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিটাকের পূর্ব-পশ্চিম পাশে ৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম পাশে ৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক–পশ্চিম বিভাগ- ফার্মগেটস্থ খেজুর বাগান গোল চত্বরের পূর্ব পাশে ৪০টি, মিরপুর স্টেডিয়ামের পাশে মিল্ক ভিটা রোডের উত্তর পাশে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোডের বশির উদ্দিন স্কুলের গলি হতে র্যাব-৪ কার্যালয়ের গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পাশে ২০টি, কঁচুক্ষেত রোডস্থ ইব্রাহিমপুর বাজার রোড ও কঁচুক্ষেত রোডের সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়কের পশ্চিম পাশে ২৫টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পাশে ২০টি, মিরপুর শাহ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এআর/এএইচ/জেআইএম