খুলনায় বনদস্যু ইমদাদ বাহিনীর সদস্য আটক


প্রকাশিত: ০৮:২৪ এএম, ১১ জুলাই ২০১৫

কয়রা থানা পুলিশ এক অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইমদাদ বাহিনীর সদস্য কামরুল ইসলাম (৩০) কে আটক করেছে। এসময় পুলিশ জনতার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২টি পিস্তল ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। আটক বনদস্যু কামরুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়োগাছা এলাকার জিল্লার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রুবার রাত ১১টায় উপজেলার বাগালী ইউপির হোগলা ব্রিজ সংলগগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, আটককৃত কামরুল সুন্দরবনের বনদস্যু ইমদাদ বাহিনীর সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২টি পিস্তল ও তিন রাউন্ড রাইফেলের গুলি (পিস্তলে ব্যবহার যোগ্য) উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ শুক্রুবার রাতেই কয়রা থানায় অস্ত্র আইনের ১৯/এ এফ ধারায় মামলা দায়ের করেছে।

বনদস্যু কামরুল জানান, পিস্তল দুটি কপিলমুনি এলাকার জনৈক বাবলু তাকে সুন্দরবনে ইমদাদ বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছিল।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।