শাহজালাল থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মাইক্রোওভেনের মটরের ভেতর থেকে ৩ কেজি ১৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে আসা ওই যাত্রীকে বুধবার সকাল সোয়া ৯টার দিকে স্বর্ণসহ আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, আটক যাত্রীর নাম এখনও জানা যায়নি। দুবাই থেকে আসা ওই যাত্রী মাইক্রোওভেনের মটরের ভেতরে ২৭টি স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড়কোটি টাকা। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।