রূপচর্চায় মিষ্টিকুমড়ার যতো ব্যবহার


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১১ জুলাই ২০১৫

মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও সি, অ্যান্টি-ইনফ্লামেটরি এমনকি ন্যাচারাল ইউভি প্রটেক্টরে পরিপূর্ণ যা আপনার ত্বকের জন্য আদর্শ স্কিন কেয়ার উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। চলুন জেনে নেয়া যাক, রূপচর্চায় মিষ্টিকুমড়ার কয়েকটি ব্যবহার-

ফেস স্ক্রাব : কয়েক চামচ সেদ্ধ করে চটকানো মিষ্টি কুমড়ার সঙ্গে ২ টেবিল চামচ টকদই ও ১ টেবিল চামচ ওটস গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে মিহি পেস্ট রেডি করুন। এবার এই স্ক্রাব হাতের আঙ্গুলের সাহায্যে  মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব আপনার ত্বকের ডেডসেল লুজ করবে এবং ত্বক করবে সতেজ আর দ্যুতিময়।

ফেসিয়াল মাস্ক : কয়েক চামচ মিষ্টি কুমড়া চটকানোর সাথে ১টি ডিমের ফেটানো সাদা অংশ, ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু নিয়ে থকথকে করে মিশিয়ে আপনার চোখ আর ঠোঁটের অংশ বাদে সম্পূর্ণ ত্বকে মাস্ক আকারে লাগান এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। আপনার ত্বকের আলগা হয়ে যাওয়া পোরস গুলোর যত্ন নেওয়া ছাড়া ও এই মাস্কের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

ফেস মাস্ক : ১৪ কাপ মিষ্টি কুমড়ার সঙ্গে একটি ডিম, ১ থেকে ২ টেবিল চামচ মধু নিন আর সঙ্গে কিছু পরিমাণ অ্যাপেল সিডার মিশিয়ে সব উপাদান ভালোভাবে পেস্ট করুন। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার ত্বকের ফ্যাকাসে বা মলিন ভাব দূর করবে, ত্বকের ময়েশ্চারাইজার স্তর সঠিক রাখবে এবং ত্বক করবে আরো উজ্জ্বল ও কোমল।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।