কুয়াশায় ২৫ ফ্লাইটের অবতরণ বিলম্ব, বিকেলে স্বাভাবিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭

কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দরে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গা হতে আসা ২৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগের একটি সুত্রে জানা গেছে, সকাল ৭টা ৪০ মিনিটে স্পাইস জেটের একটি উড়োজাহাজের অবতরণের সময় ছিল। কিন্তু কুয়াশার কারণে এটি তখন অবতরণ করতে পারেনি। এরপর থেকে আরও ক'টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

সকাল ১০টা ২৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ প্রথম অবতরণ করে। তবে বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ইকবাল করিম। বিকেলে কুয়াশার কারণে সূর্যও প্রায় ঢাকা পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

আরএম/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।