স্মার্টফোন ও ট্যাবলেটে ঝুঁকছে ব্যবহারকারীরা
সাম্প্রতিক সময় পার্সোনাল কম্পিউটারের (পিসি) চেয়ে গ্রাহকদের মধ্যে তুলনামূলক ছোট ডিভাইস (স্মার্টফোন, ট্যাবলেট) ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ও ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)। সম্প্রতি প্রকাশিত পৃথক দুই প্রতিবেদনে এমন তথ্য জানায় প্রতিষ্ঠানগুলো। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
গার্টনার ও আইডিসির প্রতিবেদনে বলা হয়, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের চেয়ে স্মার্টফোনের মতো ছোট আকৃতির মোবাইল ডিভাইসের মাধ্যমেই দৈনন্দিন কাজ সম্পাদনে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করছেন ব্যবহারকারীরা।
এদিকে, বিশ্বের পার্সোনাল কম্পিউটারের (পিসি) বাজারে ডিভাইস সরবরাহ কমতির ধারা অব্যাহত রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পিসি সরবরাহ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ বলে দাবি করছে প্রতিষ্ঠানগুলো।
আর এর বিরূপ প্রভাব পড়ছে খুচরা বিক্রেতা ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চিপ এবং পিসি সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর ওপর।
গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ট্যাবলেট কম্পিউটারসহ পিসি সরবরাহ ৯ দশমিক ৫ শতাংশ কমে ৬ কোটি ৮৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। অন্যদিকে আইডিসির প্রতিবেদন অনুযায়ী, এ সময় ১১ দশমিক ৮ শতাংশ সরবরাহ কমে ৬ কোটি ৬১ লাখ পার্সোনাল কম্পিউটার সরবরাহ করা হয়েছে বৈশ্বিক বাজারে।
গার্টনারের প্রতিবেদন বলা হয়, ট্যাবলেট ডিভাইসের সহজলভ্যতার কারণে ২০১২ সালের শুরুর দিকে পার্সোনাল কম্পিউটারের প্রতি আকর্ষণ হারাতে শুরু করেন গ্রাহকরা। বৈশ্বিকভাবে ওই সময় ২ দশমিক ৬ শতাংশ পিসি সরবরাহ কমে। ঠিক এর পরের বছর পার্সোনাল কম্পিউটার বাজারে সবচেয়ে বড় ধাক্কা নেমে আসে। ২০১৩ সালে ১১ দশমিক ১ শতাংশ পিসি সরবরাহ কমে। আর এর পর থেকেই সরবরাহ কমতির এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত বছর সংশ্লিষ্ট বাজারে সরবরাহ কমেছে ৮ শতাংশ।
এদিকে ২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মোচনের ঘোষণা দিয়েছে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটির পরীক্ষামূলক সংস্করণ এরই মধ্যে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০-এর মূল সংস্করণের উন্মোচন পিসি বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
কিন্তু উইন্ডোজ ১০-এ বিনামূল্যে আপগ্রেডের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ফলে নতুন পিসি ক্রয়ের পরিবর্তে পুরনো পিসিতেই উইন্ডোজ ১০ আপগ্রেড করে নেবেন গ্রাহকরা বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এ কারণে গত বছরের তুলনায় ৪ শতাংশ সরবরাহ কমার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, আইডিসির প্রতিবেদন বলছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকেও পিসি সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে চীন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। বৈশ্বিক পিসি বাজারের ২০ দশমিক ৩ শতাংশ লেনোভোর দখলে।
এছাড়া ১৮ দশমিক ৫ শতাংশ ও ১৪ দশমিক ৫৫ শতাংশ বাজার দখল নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মার্কিন পিসি নির্মাতা কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং ডেল।
শীর্ষস্থানীয় পিসি নির্মাতা কোম্পানিগুলোর এককভাবে সরবরাহ বাড়লেও বৈশ্বিকভাবে পিসি সরবরাহ হ্রাস পাওয়াকে সংশ্লিষ্ট খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন না বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারের কথা বিবেচনা করে অনেক প্রযুক্তি কোম্পানিই এখন পিসি উৎপাদন থেকে সরে আসছে। পরিবর্তে স্মার্টফোন ও তুলনামূলক ছোট ডিভাইসের বাজারে আধিপত্য বাড়াতে মরিয়া হয়ে কাজ করছে, যা পিসি বাজারকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত করছে।
শিগগিরই বৈশ্বিক পার্সোনাল কম্পিউটারের বাজারে সুদিন ফিরে আসবে আশাবাদ ব্যক্ত করা হয় প্রতিবেদন গুলোতে।
এসকেডি/এআরএস/এমএস