এলো পরীক্ষায় নকল করার গেঞ্জি! (ভিডিও)


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ জুলাই ২০১৫

নকল করে পাশ করার যুগ চলছেই। বদলেছে শুধু নকলের কৌশল। কাগজে, রুলারে বা হাতে টুকে নকল এখন ব্যাকডেটেড। নকল করতে লেখা বা কাগজের কোনো দরকারই পড়ছে না আর।

এই টেক-স্যাভি প্রজন্মের জন্যই তাই বাজারে এসেছে এক অভিনব ‘নকল করার’ গেঞ্জি! এই গেঞ্জি সাধারণ গেঞ্জির মতোই শার্টের নিচে পরে থাকা যাবে। দেখে বোঝার সাধ্য নেই এই সাধারণ-দর্শন গেঞ্জির ভেতরে রয়েছে অত্যাধুনিক কলকব্জা।

মাইক্রোফোন, সেলফোন, রিসিভার সব কিছু রয়েছে এই গেঞ্জিতে। এটি পরে পরীক্ষার হলে বসে যে কেউ প্রশ্ন জানাতে পারবেন দূরে থাকা কাউকে। ওপাশ থেকে আসা উত্তর চুপচাপ শুনতে শুনতে লিখেও ফেলতে পারবেন পরীক্ষার খাতায় বা কম্পিউটারে। কেউ কিচ্ছুটি টের পাবে না।

চিটিং ভেস্ট নামে মার্কিন বাজারে ইতোমধ্যেই ছাড়া হয়েছে এই গেঞ্জি। তা এর নৈতিকতা নিয়ে যত কথাই হোক না কেন!

ভিডিওতে দেখে নিন এই অত্যাধুনিক নকল করা গেঞ্জির কলাকৌশল।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।