মারা গেলেন `ড. জিভাগো` ওমর শরিফ


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১০ জুলাই ২০১৫

অন্তত ‘ড. জিভাগো’ দেখেছেন যারা, তারা কোনোদিন ভুলবেন না ওমর শরিফের অভিনয় আর পর্দা-ব্যক্তিত্বকে। মিশরীয় একজন অভিনেতার হলিউডের প্রথম সারি দখলের এই ইতিহাস মাইলফলক হয়ে থেকেছে পরবর্তীতে পশ্চিমের বাইরে থেকে হলিউডে জায়গা করে নেওয়া অভিনেতাদের সামনে।

সেই অসামান্য মেধাবী অভিনয়শিল্পী ওমর শরিফ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দুপুরে কায়রোতে ৮৩ বছর বয়সে মারা যান তিনি।

জানা গেছে অ্যালঝেইমার্স রোগে ভুগছিলেন ওমর।

ড. জিভাগো ছাড়াও লরেন্স অফ অ্যারাবিয়ায় অভিনয়ের সূত্রে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্মানিত হন। চে গুয়েভারার জীবনকাহিনি নিয়ে নির্মিত ছবি ‘চে’-তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত চরিত্রগুলি সিনেদুনিয়ার সিন্দুকে অমূল্য-মণিমুক্তা। অসামান্য এই চরিত্রগুলোর মধ্য দিয়েই চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন এই প্রবাদপ্রতীম অভিনেতা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।