ফ্যাক্টরি মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা


প্রকাশিত: ০৪:১০ পিএম, ১০ জুলাই ২০১৫

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, নূরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার (৬৫) ও তার ছেলে হেদায়েত তালুকদার (৩০), ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এতগুলো তাজা প্রাণ নিভে গেছে।

আতাউল করিম খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।