শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বৈঠক মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। এ সময় বাংলাদেশ তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, বিকেল ৩টায় শেখ হাসিনার কার্যালয়ের টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। বিকেল ৩টা ৫ মিনিটে শিমুল হলে পারস্পরিক দ্বিপক্ষীয় আলোচনা, সাড়ে ৩টায় চামেলী হলে বাইলেটারেল বৈঠক, ৪টা ২০ মিনিটে করবী হলে সমঝোতা স্বারক স্বাক্ষর ও ৪টা ৪৫ মিনিটে টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রী ভিজিটর বুকে স্বাক্ষর করবেন।

এফএইচএস/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।