মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান চলছে
অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের রাস্তায় এ অভিযান পরিচালনা করছেন রাজউকের জোন ৩ এর পরিচালক খন্দকার অলিউর রহমান।
অভিযান বিষয়ে অলিউর রহমান জাগো নিউজকে বলেন, অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে আমারা এ অভিযান পরিচালনা করছি। অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ এবং ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে। আর অবৈধ স্থাপনা অপসারণে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত-অবৈধ ভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সে সকল অননুমোদিত স্থাপনা ব্যবহার বন্ধকরণে নিয়মিত উচ্ছেদ অভিযান করছে রাজউক।
এএস/এনএফ/এমএস