পলিটেকনিকের ২ ছাত্রকে হত্যার চেষ্টা : যুবক গ্র্রেফতার


প্রকাশিত: ১১:৪০ এএম, ১০ জুলাই ২০১৫

খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকার একটি মেসে সিটি পলিটেকনিকের প্রান্ত বিশ্বাস (২০) ও মিথুন রায় (১৯) নামে দুই ছাত্রকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে এ ঘটনায় অভিযুক্ত বাপ্পী হোসেনকে (২০) গ্রেফতার করে পুলিশ। দুপুরে বাপ্পী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নগরীর খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মিঠুন ও প্রান্ত বিশ্বাসের কাছে থাকা তিনটি ল্যাপটপ এবং একটি ক্যামেরা চুরি করার জন্য বাপ্পী আগেই তাদের ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর কৌশলে সেখান থেকে বেরিয়ে যায় সে।

তিনি আরো জানান, বাঁচার জন্য মিঠন ফোন করে বাপ্পীকে ডেকে নেয়। তখনই বাপ্পী ল্যাপটপ ও ক্যামেরা চুরির চেষ্টা চালায়। মিঠুন ঘটনা সবাইকে বলে দিতে পারে আশঙ্কায় বাপ্পী ও প্রান্তকে হত্যার চেষ্টাও চালায়। এ ঘটনায় মামলা দায়েরের পর বাপ্পী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে একটি চারতলা ফ্ল্যাটের মেসে সিটি পলিটেকনিক কলেজের ছাত্র প্রান্ত বিশ্বাস (২০) ও মিথুন রায়কে (১৯) গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।