‘পিতা তুমি ভুল করোনি এ দেশ স্বাধীন করে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭
ছবি-ফাইল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে বঙ্গবন্ধু ভুল করেনি। সামাজিক, অর্থনৈতিকসহ সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ আজ এগিয়ে রয়েছে।

বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, পিতা তুমি ভুল করোনি এ দেশ স্বাধীন করে। তোমার স্বাধীন করা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তোমার সুকন্যা শেখ হাসিনা তোমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাদের বলেন, আগামী বিজয় দিবসের আগে আমরা আরেকটি বিজয় জাতিকে উপহার দেবো। আগামী নির্বাচনে বিজয়ের জন্য নারী ও তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে এ দেশের নারী ও তরুণদের ঐক্যবদ্ধ করতে হবে।

এফএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।