শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইস্কুল শিক্ষক নিহত


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১০ জুলাই ২০১৫

শেরপুরে নিজের মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হাইস্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৮) ওই গ্রামের সুরুজ আলীর ছেলে এবং সাপমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সাপমারী গ্রামের স্কুল শিক্ষক সাইফুল বাড়ির পাশের নিজস্ব মৎস্য খামারের একটি পুকুরের বৈদ্যুতিক বাতির তার ছিড়ে পড়ে থাকতে দেখে সেটি ঠিক করার জন্য পুকুরে পানিতে নেমে তুলতে যান। এসময় তড়িতাহত হয়ে জ্ঞান হারালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহত সাইফুল ইসলাম সাপমারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত এক বছর আগে তিনি বিয়ে করলেও কোনো সন্তানাদি হয়নি। এর আগে তিনি ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।  

এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমের নিকট জানতে চাইলে তিনি ঘটনাটি জানেন না বলে জানান।

হাকিম বাবুল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।