ঈজিয়ান সাগরে নৌকাডুবি : নিহত ৫, নিখোঁজ ১৩


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৯ জুলাই ২০১৫

ঈজিয়ান সাগরে একটি নৌকাডুবির পর গ্রিক ও তুর্কি কোস্টগার্ডরা পাঁচ অভিবাসীর লাশ উদ্ধার করেছে এবং ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানান।

১৯ জনকে জীবিত উদ্ধারের পর বেঁচে থাকা অন্যদের উদ্ধারে গ্রিস একটি হেলিকপ্টার, তিনটি টহল বোট ও নৌবাহিনীর একটি জাহাজ ব্যবহার করছে।
গ্রিস কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেন, ‘গ্রিক কোস্টগার্ড ২টি এবং তুর্কি কোস্টগার্ড অপর ৩টি লাশ উদ্ধার করেছে।’

তিনি বলেন, নিখোঁজ অপর ১৩ ব্যক্তিকে খুঁজে বের করতে তল্লাশি চলছে।
মঙ্গলবার তুরস্কের উপকূলের কাছে গ্রিসের ইজিয়ান আগাথোনিসি দ্বীপের অদূরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বেঁচে যাওয়া লোকজন বলেছেন, নৌকাটিতে ৩৩ থেকে ৩৭ জন লোক ছিলেন।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।