লিবিয়ায় ওবামার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৯ জুলাই ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায় রাষ্ট্রদূত হিসেবে পিটার বোড ডেবোরাহ নামে এক পেশাদার অভিজ্ঞ কূটনীতিককে মনোনয়ন দিয়েছেন। সিনেট এ মনোনয়ন অনুমোদন করলে তিনি জোন্সের স্থলাভিষিক্ত হবেন। জোন্স ক্রিস্টোফার স্টিভেন্সের উত্তরসূরি ছিলেন। লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশনে ২০১২ সালে চালানো এক হামলায় স্টিভেন্স নিহত হন। ২০১৩ সালের জুন মাস থেকে জোন্স এ পদে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, নিরাপত্তাহীনতার কারণে লিবিয়ায় মার্কিন মিশনের যাবতীয় কার্যক্রম মাল্টা থেকে পরিচালনা করা হয়ে থাকে। বোড বর্তমানে নেপালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইরাক, মালাবি ও পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। এ পদে চূড়ান্তভাবে নিয়োগ পেতে হলে তার মনোনয়ন এখন অবশ্যই সিনেটে অনুমোদন পেতে হবে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।