ঈদে বিমানের বাড়তি ফ্লাইট : কমেছে ভাড়া


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৯ জুলাই ২০১৫

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ রুটে ভাড়ার পরিমাণ কমানো হয়েছে। যাত্রীদের বাড়তি চাপ মোকাবেলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুর-এ ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে। হ্রাসকৃত ভাড়ার এই কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার বিমানের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, বর্ণিত সময়ে ঢাকা থেকে যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে সময়ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। অনুরূপ, অভ্যন্তরীণ যে কোন গন্তব্য থেকে ঢাকা আসতে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে।

এছাড়া, লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইট-এ প্রতি শনিবার ট্যাক্সসহ মাত্র দুই হাজার টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইট-এ ট্যাক্সসহ মাত্র আড়াই হাজার টাকায় ভ্রমণ করা যাবে।

ঈদ উপলক্ষে ঘোষিত উপরোক্ত ‘ডিসকাউন্ট ফেয়ার’ আগামী ৩১ জুলাই, ২০১৫ পর্যন্ত বলবৎ থাকবে। অভ্যন্তরীণ গন্তব্যে ‘বিশেষ ঈদ অফার’ বিষয়ে বিস্তারিত বিমান ওয়েবসাইট www.biman-airline.com এ জানা যাবে।

আরএম/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।