ঈদে ট্রেনের সিডিউল বিপর্যয় হবে না : রেলমন্ত্রী


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৯ জুলাই ২০১৫

ঈদে ঘরফেরা মানুষের ভোগান্তি দূর করতে ট্রেন যথাসময়ে ছাড়বে। রেলে এবারে সিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে রেলের আগাম টিকেট বিক্রি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঘরমুখো ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে রেলের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স এবং ফোন নাম্বার দেয়া রয়েছে। সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকলে যাত্রীরা ফোন করে অথবা অভিযোগ বক্সে জানাতে পারবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব রুটের ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৩ জুলাই পর্যন্ত।

জেইউ/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।