নড়াইলে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৯ জুলাই ২০১৫

নড়াইলে দৈনিক সমকালের চুয়াডাঙা জেলার জীবননগর প্রতিনিধি আবু সায়েমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সহ-সভাপতি এম মুনীর চৌধুরী, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় নন্দী, এসএম হালিম মন্টু, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম তুহিন, তারেক আলম, হাফিজুল করিম নিলু প্রমুখ।

সাংবাদিকরা সায়েম হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, দেশে একের পর এক সাংবাদিকরা নির্যাতন ও হত্যার শিকার হলেও অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। সায়েম হত্যায় গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা আবু সায়েমের বাসায় প্রবেশ করে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।