আমজাদ খান চৌধুরীর পরিবারকে সমবেদনা জানালেন আনিসুল হক


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৯ জুলাই ২০১৫

বিশিষ্ট ব্যবসায়ী দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে আনিসুল হক রাজধানীর বাড্ডার প্রাণ-আরএফএল সেন্টারে ছুটে আসেন। সেখানে আমজাদ খান চৌধুরীর ছোট ছেলে আহসান খান চৌধুরী (প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক) কে সমবেদনা জানান তিনি। বাবার মৃত্যু শোক যাতে কাটিয়ে ওঠতে পারেন সেই দোয়া করেন আনিসুল হক।

আমজাদ খান চৌধুরী বুধবার বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমজাদ খান চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


দেশের এই বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সহ অনেকে।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।