গয়েশ্বর-রিজভীর জামিন বহাল


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৯ জুলাই ২০১৫

নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং  মিরপুর  থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা চার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আপিলেও বহাল রেখেছেন আদালত।

বিএনপির এই দু্ই নেতার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ কোন আদেশ দেয়নি।এর ফলে তাদের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রইলো।

বৃহস্পতিবার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আনা আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির। গয়েশ্বরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রুহুল কবির রিজভীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

উল্লেখ্য, গতবছরের ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে দুদকের মামলায় হাজিরা দিতে গেলে আদালতের বাইরে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। গত ৬ মে গয়েশ্বর চন্দ্র  রায়ের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।

অপর দিকে গত ১ জুলাই নাশকতার অভিযোগে বিশেষক্ষমতা আইনে করা  মিরপুর  থানায় পুলিশের করা চার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট । জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।