জীবননগরে সাংবাদিকে হত্যার ঘটনায় আটক ১


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৮ জুলাই ২০১৫
নিহত আবু সায়েম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি আবু সায়েমকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আটক রাজিব আহম্মেদ দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বুধবার ভোরে মনোহরপুর বাসস্ট্র্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত সায়েমের বাবা আবুল খায়ের জানান, সাধু সেজে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সায়েমের পরিবার ফকিরাতন্ত্র তাই এই সুযোগে সাধু সেজে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে আটক রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে লাল সালু পরিহিত সাধু সেজে এক দুর্বৃত্ত সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় সায়েমের চিৎকারে তাঁর বাবা আবুল খায়ের এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে পালিযে যায় দুর্বৃত্তরা।

সালাউদ্দীন কাজল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।