চট্টগ্রামে শেষ হলো আয়কর মেলা


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রামে কর আহরণে এক বছরে ২৮ আর গত পাঁচ বছরে ৭৭০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আয়কর মেলা।

নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে গত ১৬ সেপ্টেম্বর শুরু হয় এ মেলা। মেলা শেষে রাজস্ব আহরণ হয়েছে ৩৫২ কোটি ৯৯ লাখ টাকা, যা চতুর্থ আয়কর মেলার তুলনায় প্রবৃদ্ধি ২৭ দশমিক ৮৯ শতাংশ এবং প্রথমবারের তুলনায় ৭৬৯ দশমিক ৪৫ শতাংশ।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার ও চট্টগ্রাম কর অঞ্চলে আয়কর মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মো. দবির উদ্দিন বলেন, ‘চিরাচরিত প্রথা ভেঙ্গে রাজস্বভীতি তাড়ানোর লক্ষ্যে আয়কর মেলার আয়োজনের সুফল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। মানসিকতার পরিবর্তনের ফলে এখন করদাতারা কর প্রদানে উৎসাহবোধ করছেন। করদাতারা নির্ভয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে এগিয়ে আসছেন।’

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-৩-এর উপকমিশনার মো. মাসুদ রানা জানান, করদাতাদের উৎসাহী করে জাতীয় রাজস্ব বোর্ড কয়েক বছর ধরে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে। গত চার বছরের মতো এবারও চট্টগ্রাম কর অঞ্চলসমূহের আওতাধীন প্রতিটি জেলার ব্যক্তি পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা ও দুইজন দীর্ঘমেয়াদি করদাতাকেও একই সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার এ বছর মোট ২৯ ব্যক্তিকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।