টেকনাফে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারী আটক
কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা নারীকে আটক করেছ পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সাবরাং হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মিয়ানমারের মংডু এলাকার মৃত মোহাম্মদ আলমের স্ত্রী রশিদা বেগম (২৮), মৃত আবুল ফয়েজের স্ত্রী রাশেদা বেগম (৩০), মৃত নজির আহমদের স্ত্রী মমতাজ বেগম (৪০)।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তিন নারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি