নিবিড় পর্যবেক্ষণে ফেরদৌসী প্রিয়ভাষিণী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তার ছেলে কারু তিতাস এ তথ্য জানিয়ে বলেন, রোববার রাতে মায়ের এক পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়। এরপর এখন তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিতাস আরও জানান, বিএসএমএমইউর অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. নকুল দত্তের অধীনে মা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে। সার্বিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।

উল্লেখ্য গত মাসে নিজ বাসার বাথরুমে পড়ে পায়ের গোড়ালিতে চোট পান ৭০ বছর বয়সী ফেরদৌসী প্রিয়ভাষিণী। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানান, তার গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হয়েছে। সেখান থেকে পরে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। তিনি ডায়াবেটিস, কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছেন।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।