১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ
প্রজনন মৌসুমে জাতীয় মাছ ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, বিক্রয়-মজুদ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে প্রায় সারা বছর ইলিশ মাছ ধরা হলেও সাধারণত প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। এ সময়ে ৮০ শতাংশ মাছ পূর্ণমাত্রায় পরিপক্ক হয় এবং আশ্বিন মাসের উদিত চাঁদের পূর্ণিমার সময় সবচেয়ে বেশিসংখ্যক ইলিশ ডিম ছাড়ে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।
ইলিশ সম্পদ সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রে ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২৫ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ ছিল। পরে আইনটি সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে এর সংশোধন করে গত বছর থেকে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এলাকাসহ সারা দেশে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
এ কার্যক্রমের অংশ হিসেবে এ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচার, পোস্টার-লিফলেট মুদ্রণ ও সভা, সমাবেশ আয়োজনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়াও নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মৎস্যজীবীদের সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।