চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের শয্যাপাশে ওবায়দুল কাদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাতে বিশিষ্ট ভাস্কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলামিস্ট ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। এ ছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহাকেও ল্যাব এইড হাসপাতালে দেখতে যান।

অন্যদিকে আজ সোমবার সকালে ইউনাইটেড হাসপাতালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

এফএইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।