ওয়ানডেতে ভালো করবে বাংলাদেশ : তামিম
প্রোটিয়াদের কাছে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে সহজেই হেরেছে বাংলাদেশ। তবে এই হার সামান্য হতাশা সৃষ্টি করলেও তা কাটিয়ে ওয়ানডেতে ভালো খেলবে বলে জানান টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। ওয়ানডেতে বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে করেন বাংলাদেশ দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ খুব বেশি খেলার সুযোগ পায় না। ঘরোয়া লিগেও তেমন খেলা হয় না। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ নিয়মিত খেলে আসছে এবং বিশ্বকাপ থেকেই দুর্দান্ত নৈপুণ্যের সঙ্গে খেলে আসছে। তাই সংস্করণে প্রোটিয়ারা ভিন্ন বাংলাদেশকে দেখবে বলে জানিয়ে বলেন, ‘ওয়ানডেতে বেশ কয়েকটা সিরিজ আমরা ভালো খেলছি। আমরা ঘরোয়া সিরিজ গুলোতেও খুব কম টি-টোয়েন্টি খেলি। হয়তো বছরে একটাও খেলি।
তাই এটা আমরা এখনও তেমন আয়ত্ব করতে পারিনি। ওয়ানডেতে যেহেতু আমরা ভালো খেলছি আমি নিশ্চিত আমরা অনেক আত্মবিশ্বাসী থাকব।`
টি-টোয়ান্টি তে হার দলে হতাশার সৃষ্টি করেছে কিন্তু সেটা নিয়ে এখন ভাবতে নারাজ বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আর এই হারের প্রভাব খেলায় পরবে না বলে আশাবাদী এই টাইগার। টি-টোয়েন্টি য়ের চেয়ে ওয়ানডে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে জানিয়ে আরও বলেন, ‘ওয়ানডের আমরা সর্বশেষ এক বছর ধরে যেভাবে পারফম্যান্স করছি। ওয়ানডেকে যেভাবে খেলোয়াড়রা বুঝতে পেরেছে টেস্ট, টি-টোয়ান্টি টা পারেনি।
তবে ওয়ানডে নিয়ে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী। দুইটা হারের কারণেই যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো হবে না। আমরা ওয়ানডের দিকে তাকিয়ে আছি।’
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
আরটি/এমআর/আরআইপি