দুপচাঁচিয়ায় এনজিও কর্মকর্তার ৭ লক্ষাধিক টাকা নিয়ে পলায়ন


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ জুলাই ২০১৫

বগুড়ার দুপচাঁচিয়ায় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গার্ক) এর শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ সাত লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। গত ২ জুলাই অফিস করার পর মুঠোফোনটি বন্ধ করে তিনি গা ঢাকা দিয়েছেন। গার্ক এর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল গাফফার বুধবার এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংস্থা সূত্রে জানা যায়, গার্ক দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর বাজারে তিন বছর আগে শাখা কার্যালয় প্রতিষ্ঠা করে। এ পর্যন্ত ওই শাখার সদস্য সংখ্যা ১০৪৬ জন। গার্ক সদস্যদের সঞ্চয় হিসাব খুলে টাকা লেনদেন করে এবং সদস্যদের মধ্যে ঋণ দেয়। এরই ধারাবাহিকতায় শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ গত ৩ জুলাই শুক্রবার সদস্যদের কিস্তির টাকা, কর্মচারী-কর্মকর্তাদের মাসিক বেতনের সাত লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

গার্ক এর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল গাফফার জাগো নিউজকে বলেন, মামুনুর রশিদ দেড় বছর ধরে চাকরি করছেন। গত শনিবার অফিস করার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

লিমন বাসার/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।