ঈদের আগে বকেয়া বেতন পরিশোধে বরিশালে মানববন্ধন


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৮ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ এবং লঞ্চ-স্টিমার, বাস-রেলসহ যানবাহনের ভাড়া কমানো, চাঁদাবাজ সন্ত্রাসী, অজ্ঞান পার্টি, ছিনতাই প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি মোসলেমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, শ্রমিক নেতা এস এম মানিক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অপূর্ব গৌতম, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি শারমিন জাহান পপি, শ্রমিক নেতা শামসুল হক, মো. রফিকুল ইসলাম, তুষার সেন প্রমুখ।

বক্তারা ঈদের আগে বরিশালের শিল্প প্রতিষ্ঠান অপসোনিন, কেমিস্ট, সোনারগাঁও টেক্সটাইল মিল, এমইপিসহ সকল বেসরকারি প্রতিষ্ঠান ও আড়ত শ্রমিক-দোকান কর্মচারীদের বকেয়া পরিশোদের জন্য সংশ্লিষ্ট মালিক পক্ষের প্রতি আহ্বান জানান। পরে একই দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।