ডি ভিলিয়ার্সের কোনো বিকল্প নেই


প্রকাশিত: ১১:০২ এএম, ০৮ জুলাই ২০১৫

বর্তমান পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড় হিসাবে ডি ভিলিয়ার্সকে এক বাক্যে সবাই মেনে নেয়। তার অনুপস্থিতি যেমন বিপক্ষ দলকে স্বস্তি এনে দেয় তেমনি নিজের দলেরও হয় অপূরণীয় ক্ষতি। দক্ষিণ আফ্রিকার পেসার ম্যাকলারেনও বলেছেন একই কথা। ভিলিয়ার্সের কোনো বিকল্প নেই তবে তাকে ছাড়াও দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল জানান এই প্রোটিয়া পেসার।

৩২ বছর বয়সী ম্যাকলারেন বলেন, ডি ভিলিয়ার্সের মত খেলোয়াড়ের কোনো বিকল্প হয় না। অনেক বছর ধরেই প্রোটিয়াদের ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন এই খেলোয়াড়। তবে তাকে ছাড়াও দক্ষিণ আফ্রিকা ভালো করবে জানিয়ে বলেন, ‘আপনি কখনই এবির বিকল্প পাবেন না। সে আমাদের স্পেশাল খেলোয়াড়। সে অনেকদিন ধরেই আমাদের দলের নেতা। কিন্তু তার বাড়িতে ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের দলে নবীন কিছু খেলয়াোয়াড় রয়েছে তাদের অনেকেই বিশ্বকাপে খেলেছে। আমি নিশ্চিত তাকে ছাড়াই টপ অর্ডারের সেরা ছয় সাতজন একত্রে খেলবে এবং বড় স্কোর দাঁড় করাবে।’

উল্লেখ্য, বর্তমানে ক্রিকেটে ওয়ানডেতে দ্রুততম অর্ধশতক, শতক, এবং দেড়শতক রানের অধিকারী ডি ভিলিয়ার্স। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৬ বলে ১৬২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এর আগে ৪৪ বলে ১৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন একই প্রতিপক্ষের সাথে। যে খেলায় মাত্র ৩১ বলে ১০০ রান করে দ্রুততম শতক করার গৌরব অর্জন করেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।